শৈলকুপায় পাওনা টাকা চাওয়াক কেন্দ্র করে উত্তেজনা
দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২০
- আপলোড টাইম : ০৫:২১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে দুই গ্রুপের ২০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার বারইপাড়া গ্রামের মণ্টু মোল্লা একই গ্রামের লিখনের কাছে ১ হাজার টাকা ধার দিয়েছিল। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তারই জের ধরে গতকাল বুধবার সকালে উজ্জ্বল ফারুকের সমর্থকদের সাথে জলিল খানের সমর্থকেরা ঢাল, সড়কি, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে মজনু, উজ্জল, জান্নাত, স্বপন, আমির হোসেন, বকুল হোসেন, সাইদুর রহমান, আইয়ুব খান, জিকু, আবেদ আলী, সবুজ, জাহানারা ও হাজেরা বেগমসহ উভয় গ্রুপের নারীসহ ২০ ব্যক্তি গুরুতরভাবে আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে স্বপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় মজনু নামের এক ব্যক্তি জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান এ খবর নিশ্চিত করে জানান, বারইপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রাতে ও বুধবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।