দামুড়হুদার লোকনাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- আপলোড টাইম : ০৫:৫১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
দামুড়হুদার লোকনাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিণ্টু (৩০) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে লোকনাথপুর বাসস্ট্যান্ড সংলগ্ন জসিমের নবনির্মিত বিল্ডিংয়ের ২য় তলার ছাদে ঢালাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। রিণ্টু লোকনাথপুর গ্রামের মাঝেরপাড়ার মোসেক উদ্দিনের বড় ছেলে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর বাসস্ট্যান্ড সংলগ্ন জসিমের বিল্ডিংয়ে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এসময় বৈদ্যুতিক তারের স্পৃষ্ট হয়ে রিণ্টু ছাদ থেকে নিচে পড়ে যায় এবং রক্তাক্তভাবে আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল বাদ আসর লোকনাথপুর ঈদগাহ মাঠে রিণ্টুর জানাজা নামাজ শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয়রা জানান, রিণ্টু খুবই ভালো প্রকৃতির ছেলে ছিল। সে তার পিতার চার ছেলে-মেয়ের মধ্যে বড় ছেলে। সাংসারিক জীবনে রিণ্টু ছিল বিবাহিত এবং তার দুটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে জিহাদ (১২) লোকনাথপুর ডিএস দাখিল মাদ্রাসার ষষ্ট শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে জাবির (৯) একই মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র। রিণ্টু রাজমিস্ত্রির হেলপারী খেটে জীবিকা নির্বাহ করত। সে ছিল গরিব মানুষ, দুই ছেলের লেখাপড়া করাতে তার হিমশিম খেতে হতো। এখন ছেলে দুটো এতিম হয়ে গেল। তাদের এখন কে দেখবে। বিল্ডিংয়ের ওপর দিয়ে ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তার গিয়েছে অথচ বিনা প্রটেকশনে সেখানে কাজ করা একেবারে আহাম্মকি ছাড়া আর কিছু নয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।