দামুড়হুদা বাজার পরিদর্শনে জেলা প্রশাসনের বাজার মনিটরিং সেল টিম
- আপলোড টাইম : ০১:৫৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বাজার মনিটরিং সেল টিম দামুড়হুদা বাজার পরিদর্শন করেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বাজার মনিটরিং সেল টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুর রহমানের তত্ত্বাবধানে বাজার মনিটরিং সেল টিমের সদস্যরা দামুড়হুদা উপজেলা সদরের কাঁচা তহ বাজার, মুদি দোকান, গার্মেন্টস দোকান এবং বিভিন্ন ভোগ্য পণ্যের দোকান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বাজার মনিটরিং সেল টিমের সদস্যরা বাজারের ব্যবসায়ীরা কোনো পণ্য কম দামে কিনে বেশি দামে ভোক্তাদের নিকট বিক্রয় করছে কি না, প্যাকেটজাত পণ্য ও খোলা পণ্যের গুণগত মান ঠিক আছে কি না, বাজার সহনীয় পর্যায়ে আছে কিনা, ব্যবসা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা দেখেন এবং এবং ত্রুটিপূর্ণ ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করে দেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন বাজার মনিটরিং সেল টিমের সদস্য ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কামরুজ্জামান, প্রত্যাশা এনজিও প্রতিনিধি বিল্লাল, পেশকার বেঞ্চ সহকারী আবু শাহিলুল্লাহ, প্রসেস সার্ভেয়ার আজিজুর রহমান ও পুলিশের একটি টিম।