আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নির্বাচনী কর্মশালা
- আপলোড টাইম : ০৫:৪৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার সকল ইউনিয়ন নির্বাচন পরিচালকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগ ও চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান।
প্রধান অতিথি বলেন, নির্বাচনের কাজ সঠিকভাবে করার জন্য নিয়মিত প্রতি মাসে ইউনিয়ন ও কেন্দ্রভিত্তিক সাংগঠনিক বৈঠক করতে হবে। সংগঠনের সঠিক রিপোর্টের তথ্যচিত্র তুলে ধরতে হবে। আমাদের সকল কাজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কিয়ামতের দিন প্রত্যেক নেতাকে তার কর্মীদের নিয়েই দাঁড় করানো হবে। এ জন্য আমাদেরকে এই সমাজে সৎ নেতৃত্ব দেওয়ার জন্য খাটি মুসলমান হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আইন-আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হিরোক, আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল, জিএ (সাংগঠনিক) থানা শাখার আমির আব্বাস উদ্দিন, পৌর আমির মাহের আলী, জি এ থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, আলমডাঙ্গা পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ প্রমুখ। কর্মশালা সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালক ও সেক্রেটারি মামুন রেজা।