ভালো কাজের স্বীকৃতিতে ১১ জনকে পুরস্কার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত- আপলোড টাইম : ০৫:৪৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। সভায় জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সমস্যা ও চাহিদা নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়ন ও নতুন প্রস্তাবগুলো শোনেন। এবং বিভিন্ন থানায় দাপ্তরিক সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের নির্দেশ দেন। এছাড়াও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন ও পেশাগত দক্ষতার জন্য ১১ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
সভায় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলাসহ জেলা পুলিশের কর্মকর্তারা তাদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। সভায় পুলিশ সুপার, সকল পুলিশ সদস্যদের কল্যাণ, দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নে বিভিন্ন আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। এছাড়ও ডিআইও-১, ডিএসবি, সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), ক্যাম্প ইনচাজসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।