ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণইফতার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০১:৪৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / ৩৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার উদ্যোগে এক ব্যতিক্রমী গণইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন। গণইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা রমজানের তাৎপর্য, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার জেলা শাখার সদস্যসচিব সাফফাতুল ইসলাম বলেন, ‘রমজান শুধু সংযমের মাস নয়, এটি আমাদের মানবতা, ন্যায়বিচার এবং সাম্যের শিক্ষা দেয়। এই শিক্ষাকে বাস্তবে কাজে লাগাতে হবে। সমাজে যে বৈষম্য বিদ্যমান, তা দূর করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষে মানুষে বিভেদ থাকলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে সমাজে নানা শ্রেণি-পেশার মধ্যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য চরমে পৌঁছেছে। একদিকে কিছু মানুষ অপচয় ও ভোগবিলাসে মত্ত, অন্যদিকে অনেকে একবেলা খাবারের জন্য সংগ্রাম করছে। এটি শুধু ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজের দায়। বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। একটি ন্যায্য সমাজ ব্যবস্থা গড়ে তুলতে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।’

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, ছাত্র আন্দোলনের নেতা মাহবুবুর রহমান আকাশ, ফাহিম আহম্মেদ, প্লাবন, তাসলিম আল মাহম্মদ, নুসরাত জাহান রোজা, সিরাজুম মুনিরা, তাসনিয়া আফসিনসহ শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গণইফতার আয়োজনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার নেতারা শিক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকার ও ন্যায়ের দাবিতে তাদের অবস্থান সুসংহত করতে চান। তারা জানান, ভবিষ্যতে এমন আরও আয়োজনের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে চান। ইফতার মাহফিল শেষে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতের জন্য দোয়া করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণইফতার

আপলোড টাইম : ০১:৪৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার উদ্যোগে এক ব্যতিক্রমী গণইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন। গণইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা রমজানের তাৎপর্য, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার জেলা শাখার সদস্যসচিব সাফফাতুল ইসলাম বলেন, ‘রমজান শুধু সংযমের মাস নয়, এটি আমাদের মানবতা, ন্যায়বিচার এবং সাম্যের শিক্ষা দেয়। এই শিক্ষাকে বাস্তবে কাজে লাগাতে হবে। সমাজে যে বৈষম্য বিদ্যমান, তা দূর করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষে মানুষে বিভেদ থাকলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে সমাজে নানা শ্রেণি-পেশার মধ্যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য চরমে পৌঁছেছে। একদিকে কিছু মানুষ অপচয় ও ভোগবিলাসে মত্ত, অন্যদিকে অনেকে একবেলা খাবারের জন্য সংগ্রাম করছে। এটি শুধু ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজের দায়। বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। একটি ন্যায্য সমাজ ব্যবস্থা গড়ে তুলতে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।’

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, ছাত্র আন্দোলনের নেতা মাহবুবুর রহমান আকাশ, ফাহিম আহম্মেদ, প্লাবন, তাসলিম আল মাহম্মদ, নুসরাত জাহান রোজা, সিরাজুম মুনিরা, তাসনিয়া আফসিনসহ শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গণইফতার আয়োজনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার নেতারা শিক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকার ও ন্যায়ের দাবিতে তাদের অবস্থান সুসংহত করতে চান। তারা জানান, ভবিষ্যতে এমন আরও আয়োজনের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে চান। ইফতার মাহফিল শেষে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতের জন্য দোয়া করা হয়।