ভাংবাড়ীয়ার ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল
সাম্য, ন্যায়পরায়ণতা ও ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান
- আপলোড টাইম : ০৫:৩২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘কুরআনের আইন ও যাকাত ব্যবস্থা চালুর মাধ্যমে সমাজে মুক্তি আসবে। এই ব্যবস্থা কায়েম হলে সমাজে বেকারত্ব কমে যাবে এবং ন্যায়পরায়ণতা, সাম্য ও শান্তি প্রতিষ্ঠিত হবে।’ গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় ভাংবাড়ীয়া মাদরাসা মাঠে ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ইসলামী মূল্যবোধ অনুযায়ী সমাজ গঠনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াতের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, যার বাস্তবায়নে তৌহিদী জনতার সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইউনিয়ন জামায়াত আমির নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা সমাজ কল্যাণ সভাপতি আলতাফ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক কাইমুদ্দিন হিরোক, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা আমির আব্বাস উদ্দীন, গাংনী-আসমানখালী থানা শাখার নায়েবে আমির সেলিম রেজা প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন গাংনী-আসমানখালী থানা শাখার সেক্রেটারি কামরুল হাসান সোহেল।
এছাড়া, গতকাল দুপুর ৩টায় রাশেদ আল আসলি জামে মসজিদে চুয়াডাঙ্গা পৌর ওলামা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে চুয়াডাঙ্গা পৌর ওলামা বিভাগের সভাপতি হাফেজ আব্দুস শুকুর মালিক সভাপতিত্ব করেন।
এ সময় চুয়াডাঙ্গা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন, সাবেক জেলা আমীর আনোয়ারুল হক মালিক, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, পৌর নায়েবে আমীর মাহবুব আশিক শফি, পৌর ওলামা বিভাগের সেক্রেটারী হাফেজ ইকবাল হুসাইন, চুয়াডাঙ্গা ওলামা পরিষদের জেলা সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী, জেলা খেলাফত মজলিসের আমির মুফতি শুয়াইব আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।