বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন তরিকুল ইসলামের সহধর্মিণী ও অনিন্দ্য ইসলাম অমিতের মা নার্গিস বেগম
- আপলোড টাইম : ০৫:৩৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
যশোর জেলা বিএনপির সদ্য আহ্বায়ক নার্গিস বেগমকে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুভেচ্ছা নিবেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাকে মনোনীত করা হয়েছে। দলের সর্বাঙ্গীণ উন্নতি, ঐক্য ও সংহতি রক্ষার্থে আপনি নিষ্ঠার সাথে কাজ করবেন বলে দল আশা রাখে। আপনার সুস্থতা, সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।’
বিএনপির নেতা-কর্মীরা জানান, নার্গিস বেগম একজন স্বনামধন্য শিক্ষাবিদ এবং বয়োজ্যেষ্ঠ নাগরিক। তিনি দলেন নিবেদিত প্রাণ। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার ডামি নির্বাচনের পরও দলের পক্ষ থেকে লিফলেট বিতরণের মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের আক্রোশের শিকার হয়েছিলেন। এই ধরনের কর্মসূচিতে তিনি সম্পৃক্ত না থাকলেও দলের কাছে উনাকে কোনো জবাবদিহি করতে হতো না। তারপরও তিনি দলের সংকটময় মুহূর্তে কোনো দিনই থেমে থাকেননি। তিনি বিগত কঠিন রাজনৈতিক সময়ে ব্যক্তিগত ও দলীয় সবভাবেই অত্যাচার ও নির্যাতনের লক্ষ্যমাত্রা থেকেও রাজপথ ছাড়েননি। আহ্বায়কের পদে থেকে পালন করে গেছেন দায়িত্ব।
এছাড়া গত ২২ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নার্গিস বেগম ছাড়া কেউ আলোচনায় ছিলেন না। তবে তিনি যশোর জেলা বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করে নতুনদের জন্য ছেড়ে দেন। উল্লেখ্য, নার্গিস বেগম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী এবং বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের মা।