আলমডাঙ্গায় ইজিবাইকের চোরাই ব্যাটারিসহ গ্রেপ্তার ৪
- আপলোড টাইম : ১২:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইজিবাইকের চোরাই ব্যাটারিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই হাসানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পেনাল কোডের ৩৭৯ ধারার চুরি মামলার তদন্তে পাওয়া আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গার গোবিন্দপুর মণ্ডলপাড়ার শাহাবুল হোসেরে ছেলে জীবন আলী (২৮), গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ডপাড়ার মৃত মোবারক আলীর ছেলে আবু সালাম (২৬), একই গ্রামের স্কুলপাড়ার আ. রাজ্জাকের ছেলে আকাশ (২২) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর সরিষাডাঙ্গার মৃত জিয়ারুল হকের ছেলে রুহুল আমিন (২৩)। ওসি মাসুদুর রহমান গ্রেপ্তার চারজনের তথ্য নিশ্চিত করে জানান, গতকালই গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।