ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

আলমডাঙ্গায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ১১:২৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আলমডাঙ্গা পৌরসভার হলরুমে এই অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার সচিব রকিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদ ও স্যানেটারি ইন্সপেক্টর মাহাফুজ রানা।

আলমডাঙ্গা পৌরসভার স্বাস্থ্য সহকারী বিল্লাল হোসেনের উপস্থাপনায় আরও বক্তব্য দেন আলমডাঙ্গা পৌরসভার প্রধান সহকারী খন্দকার খাইরুল ইসলাম, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল আলম, পৌরসভার কোষাধ্যক্ষ জয় বাবু, পরিদর্শক সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় ভিটামিন ‘এ’ প্লাস কেন শিশুদের খাওয়াতে হবে সে বিষয়ে বক্তারা সভায় উপস্থাপন করেন। আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৬-১১ মাসের সকল শিশুদের একটি নীল রঙের এবং ১ থেকে ৫ বছরের সকল শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। যথাসময়ে সকল শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ রইল। অবশ্যই শিশুদেরকে ভরা পেটে নিয়ে যাবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

আপলোড টাইম : ১১:২৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আলমডাঙ্গা পৌরসভার হলরুমে এই অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার সচিব রকিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদ ও স্যানেটারি ইন্সপেক্টর মাহাফুজ রানা।

আলমডাঙ্গা পৌরসভার স্বাস্থ্য সহকারী বিল্লাল হোসেনের উপস্থাপনায় আরও বক্তব্য দেন আলমডাঙ্গা পৌরসভার প্রধান সহকারী খন্দকার খাইরুল ইসলাম, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল আলম, পৌরসভার কোষাধ্যক্ষ জয় বাবু, পরিদর্শক সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় ভিটামিন ‘এ’ প্লাস কেন শিশুদের খাওয়াতে হবে সে বিষয়ে বক্তারা সভায় উপস্থাপন করেন। আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৬-১১ মাসের সকল শিশুদের একটি নীল রঙের এবং ১ থেকে ৫ বছরের সকল শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। যথাসময়ে সকল শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ রইল। অবশ্যই শিশুদেরকে ভরা পেটে নিয়ে যাবেন।