শিরোনাম:
জীবননগর তারিনীবাসে লাল শাকের গাছ খেয়ে দুটি গাভীর মৃত্যু
প্রতিবেদক, হাসাদাহ:
- আপলোড টাইম : ১০:২৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নের তারিনীবাস গ্রামে লাল শাকের গাছ খাওয়ার পর দুটি গাভী মারা গেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। জানা যায়, তারিনীবাস গ্রামের মৃত পুটে মন্ডলের ছেলে বজলুর রহমান লাল শাকের বীজ চাষ করেছিলেন। ওই বীজ বাড়িতে এনে হলার করার পর ৫ থেকে ৬টি গাছ গরুতে খায়। কিছুক্ষণ পরে গরুগুলো হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পশু চিকিৎসককে খবর দেওয়া হয়। পশু চিকিৎসক দ্রুত এসে গরুগুলোকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া শুরু করেন। তবে চিকিৎসা চলাকালীন অবস্থায় দুটি গাভী মারা যায়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। এ বিষয়ে ভুক্তভোগী বলেন, ‘বিষক্রিয়া হয়ে এই ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলেই দুটি গাভী গরু মারা গেছে। আমার অন্য গরুগুলো গুরুতর অসুস্থ।’
ট্যাগ :