ঝিনাইদহে ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ২ লাখ ৪০ হাজার শিশু
- আপলোড টাইম : ১২:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে এ বছর ২ লাখ ৪০ হাজার শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেতে যাচ্ছে। আগামী ১৫ মার্চ জেলার সকল উপজেলা ও তিনটি পৌর এলাকার শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের মাঝে এ ক্যাপসুল বিতরণ করা হবে। ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা সিভিল সার্জন অফিস। জেলার সকল ইপিআই (টিকাদান) কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও স্বাস্থ্যকর্মীরা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করবেন। পুরো ক্যাম্পেইন তদারকি করবেন স্ব স্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ওই দিন শূন্য থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। যে সকল শিশুর বয়স শূন্য থেকে ১১ মাস, তাদের জন্য নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে জেলার সকল উপজেলায় টিকা ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে সরবরাহ সম্পন্ন হয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, এ বছর জেলার সদর উপজেলায় ৫০ হাজার ৭২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া সদর পৌরসভা এলাকায় ১৩ হাজার ১৯২ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়াবেন স্বাস্থ্য কর্মীরা। এছাড়া জেলার কালীগঞ্জ উপজেলা ও পৌর এলাকায় ৩৭ হাজার ৭৮৩ জন, মহেশপুর উপজেলা ও পৌর এলাকায় ৩৯ হাজার ৪৯ জন শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। একইভাবে জেলার হরিণাকুণ্ডু উপজেলায় ২৫ হাজার ৫০৬ জন, শৈলকূপায় ৫০ হাজার ৩৯৬ জন ও কোটচাঁদপুর উপজেলায় ২৩ হাজার ৭০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হবে।
জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে টিকা সরবরাহ ও স্বাস্থ্যকর্মীদের এ সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ ও অবহিতকরণ সম্পন্ন হয়েছে। জেলাব্যাপী ২ লাখ ৪০ হাজারের বেশি শিশু এবছর বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে।