ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও গণহত্যা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

যথাযথ মর্যাদায় দিবস দুটি পালনে নানা সিদ্ধান্ত গৃহীত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১২:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় সরকার প্রেরিত কর্মসূচির আলোকে প্রস্তুতিমূলক সম্ভাব্য কর্মসূচি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের যথাযথ মর্যাদায় পালন করতে হবে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে গৃহিত কর্মসূচির আদলে চুয়াডাঙ্গায় আড়ম্বরপূর্ণ ও যথাযথ গাম্ভির্য্যে দিবসটি পালন করা হবে।’ এসময় জেলা প্রশাসক সকল কর্মসূচিতে জেলার সকল দপ্তরের কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে বলেন, ‘এটা জাতীয় কর্মসূচি। অনেক সময় আমি সকলকে দেখি না। সকলের উপস্থিত থাকতে হবে।’

সভায় দিবস দুটি পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয়া হয়। এর মধ্যে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা, ২৫ মার্চ জেলা তথ্য অফিসের উদ্যোগে গণহত্যার ওপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যত্তিক দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ দোয়া ও মোনাজাত, রাত ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকী ব্লাক আউটসহ যথাযথ মর্যাদায় দিবসটি পালনের সিদ্ধান্ত হয়। এছাড়াও গণহত্যা দিবস দিবসের প্রতি সম্মান জানিয়ে ২৫ মার্চ রাতে কোনো অবস্থাতেই আলোকসজ্জা না করার সিদ্ধান্ত গৃহীত হয়।

অপর দিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১২ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল ম্যাচ/টি–টোয়েন্টি ক্রিকেট/কাবাডি/হা-ডু-ডু ইত্যাদি খেলার আয়োজন, ২০ মার্চ থেকে ২৫ মার্চ জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে চুয়াডাঙ্গা সদর থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে বড় বাজার শহীদ হাসান চত্বরে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ২৬ মার্চ সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত জেলার সকল গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন/স্মৃতিসৌধ/মুক্তিযুদ্ধ কমপ্লেক্স/ স্থাপনাসমূহে আলোকসজ্জা এবং হাসান চত্বরে আলপনা ও আলোকসজ্জা করা হবে।

২৬ মার্চ সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে মাঠে কুচকাওয়াজ, জেলা প্রশাসক কর্তৃক জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বাদ যোহর বা সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ দোয়া ও মোনাজাত, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে বিশেষ খাবার পরিবেশন, দিনব্যাপী জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে চুয়াডাঙ্গা সদর ও পৌর সড়ক দ্বীপসমূহ সজ্জিতকরণ, জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, বিনোদনমূলক স্থানে শিশুদেরন বিনা টিকিকে ভ্রমণ ও তথ্য অফিসের প্রমাণ্যচিত্র প্রদর্শনসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ, সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল, জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সাংবাদিক রফিকুল ইসলাম, মেহেরাব্বিন সানভী, জেলা ফুটবল অ্যাসেসিয়েশনের সভাপতি ইখলাস উদ্দীন, ক্রীড়া শিক্ষক ইসলাম রকিব, ফজলুল হক মালিক লোটনসহ বিভিন্ন দপ্তরের প্রধান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও গণহত্যা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

যথাযথ মর্যাদায় দিবস দুটি পালনে নানা সিদ্ধান্ত গৃহীত

আপলোড টাইম : ১২:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় সরকার প্রেরিত কর্মসূচির আলোকে প্রস্তুতিমূলক সম্ভাব্য কর্মসূচি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের যথাযথ মর্যাদায় পালন করতে হবে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে গৃহিত কর্মসূচির আদলে চুয়াডাঙ্গায় আড়ম্বরপূর্ণ ও যথাযথ গাম্ভির্য্যে দিবসটি পালন করা হবে।’ এসময় জেলা প্রশাসক সকল কর্মসূচিতে জেলার সকল দপ্তরের কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে বলেন, ‘এটা জাতীয় কর্মসূচি। অনেক সময় আমি সকলকে দেখি না। সকলের উপস্থিত থাকতে হবে।’

সভায় দিবস দুটি পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয়া হয়। এর মধ্যে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা, ২৫ মার্চ জেলা তথ্য অফিসের উদ্যোগে গণহত্যার ওপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যত্তিক দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ দোয়া ও মোনাজাত, রাত ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকী ব্লাক আউটসহ যথাযথ মর্যাদায় দিবসটি পালনের সিদ্ধান্ত হয়। এছাড়াও গণহত্যা দিবস দিবসের প্রতি সম্মান জানিয়ে ২৫ মার্চ রাতে কোনো অবস্থাতেই আলোকসজ্জা না করার সিদ্ধান্ত গৃহীত হয়।

অপর দিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১২ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল ম্যাচ/টি–টোয়েন্টি ক্রিকেট/কাবাডি/হা-ডু-ডু ইত্যাদি খেলার আয়োজন, ২০ মার্চ থেকে ২৫ মার্চ জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে চুয়াডাঙ্গা সদর থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে বড় বাজার শহীদ হাসান চত্বরে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ২৬ মার্চ সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত জেলার সকল গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন/স্মৃতিসৌধ/মুক্তিযুদ্ধ কমপ্লেক্স/ স্থাপনাসমূহে আলোকসজ্জা এবং হাসান চত্বরে আলপনা ও আলোকসজ্জা করা হবে।

২৬ মার্চ সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে মাঠে কুচকাওয়াজ, জেলা প্রশাসক কর্তৃক জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বাদ যোহর বা সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ দোয়া ও মোনাজাত, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে বিশেষ খাবার পরিবেশন, দিনব্যাপী জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে চুয়াডাঙ্গা সদর ও পৌর সড়ক দ্বীপসমূহ সজ্জিতকরণ, জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, বিনোদনমূলক স্থানে শিশুদেরন বিনা টিকিকে ভ্রমণ ও তথ্য অফিসের প্রমাণ্যচিত্র প্রদর্শনসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ, সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল, জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সাংবাদিক রফিকুল ইসলাম, মেহেরাব্বিন সানভী, জেলা ফুটবল অ্যাসেসিয়েশনের সভাপতি ইখলাস উদ্দীন, ক্রীড়া শিক্ষক ইসলাম রকিব, ফজলুল হক মালিক লোটনসহ বিভিন্ন দপ্তরের প্রধান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি প্রমুখ।