চুয়াডাঙ্গায় ছাত্রদলের কমিটিতে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ
- আপলোড টাইম : ১২:১৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলার আওতাধীন কলেজ ও মাদ্রাসায় কমিটি গঠনের লক্ষ্যে কাজ করছে ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা টিম। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় দামুড়হুদা উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকার গ্রহণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মো. আনোয়ার পারভেজ, যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, সহসভাপতি সাইফুল ইসলাম, শেখ সাহাবাজ সুজন, মোরশেদুর রহমান লিংকন, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, আবাবিল হোসেন সাদ্দাম, সাদ্দাম হোসেন, আলতাফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বিদ্যুৎ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এমডিকে সুলতান, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল হোসাইন রিয়েল, দর্শনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্যসচিব পলাশ আহমেদ প্রমুখ।
এদিন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দর্শনা সরকারি কলেজ, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ, বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ, দর্শনা ডিএস মাদ্রাসার সুপার ফাইভে পদপ্রত্যাশীরা বায়োডাটাসহ সশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দেন। বেলা দুইটায় জীবননগর উপজেলা বিএনপির কার্যালয়ে জীবননগর ডিগ্রি কলেজ, উথলী ডিগ্রি কলেজ, আন্দুলবাড়ীয়া কলেজ, হাসাদাহ কামিল মাদ্রাসা, আন্দুলবাড়ীয়া আলিম মাদ্রাসা ও জীবননগর সরকারি মহিলা কলেজের সুপার ফাইভের প্রার্থীরা সাক্ষাৎ দেন। জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মো. আনোয়ার পারভেজ।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, জীবননগর পৌর ছাত্রদলের আহ্বায়ক কিরন হাসনাত রাসেল, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম প্রমুখ।