ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের উদ্যোগে শহিদ আইয়ুব আলীর শাহাদাতবার্ষিকী পালন

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১২:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

১১ মার্চ শহিদ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তৃতীয় শহিদ আইয়ুব আলী’র শাহাদাতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে কবর জিয়ারত, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা প্রশিক্ষণ সম্পাদক মোতালেব হোসেনসহ বিভিন্ন থানা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি শফিউল আলম বকুল, নূর মোহাম্মদ হোসাইন টিপু, তারিকুল ইসলামসহ জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা। জেলা শিবিরের সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। গতকাল জেলা ছাত্রশিবিরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও জানানো হয়, ১৯৮২ সালের ১১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবাগত সংবর্ধনা অনুষ্ঠানে ‘সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ’ ব্যানারে ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়নের পরিকল্পিত যৌথ হামলায় শহিদ হন আইয়ুব আলী। তাঁর শাহাদাত ক্রম: ৩, সাংগঠনিক মান: সাথী। আহত হওয়ার স্থান: বিএনসিসি ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। হামলায় ব্যবহৃত অস্ত্র: ইট, ছুরি, রড, রামদা, বল্লম ও লাঠি। যাদের আঘাতে শহিদ: ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন ও জাসদ ছাত্রলীগ। শহিদ হওয়ার স্থান: রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল। শাহাদাতের তারিখ: ১২ মার্চ ১৯৮২, রাত ১০:৪৫ মিনিট। তাঁর স্থায়ী ঠিকানা: ডাউকি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের উদ্যোগে শহিদ আইয়ুব আলীর শাহাদাতবার্ষিকী পালন

আপলোড টাইম : ১২:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

১১ মার্চ শহিদ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তৃতীয় শহিদ আইয়ুব আলী’র শাহাদাতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে কবর জিয়ারত, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা প্রশিক্ষণ সম্পাদক মোতালেব হোসেনসহ বিভিন্ন থানা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি শফিউল আলম বকুল, নূর মোহাম্মদ হোসাইন টিপু, তারিকুল ইসলামসহ জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা। জেলা শিবিরের সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। গতকাল জেলা ছাত্রশিবিরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও জানানো হয়, ১৯৮২ সালের ১১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবাগত সংবর্ধনা অনুষ্ঠানে ‘সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ’ ব্যানারে ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়নের পরিকল্পিত যৌথ হামলায় শহিদ হন আইয়ুব আলী। তাঁর শাহাদাত ক্রম: ৩, সাংগঠনিক মান: সাথী। আহত হওয়ার স্থান: বিএনসিসি ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। হামলায় ব্যবহৃত অস্ত্র: ইট, ছুরি, রড, রামদা, বল্লম ও লাঠি। যাদের আঘাতে শহিদ: ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন ও জাসদ ছাত্রলীগ। শহিদ হওয়ার স্থান: রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল। শাহাদাতের তারিখ: ১২ মার্চ ১৯৮২, রাত ১০:৪৫ মিনিট। তাঁর স্থায়ী ঠিকানা: ডাউকি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।