চুয়াডাঙ্গায় সমাজসেবা অফিসের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা
টাকা হাতিয়ে পালানোর সময় গ্রেপ্তার ১
- আপলোড টাইম : ১২:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ৬৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় সমাজসেবা অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে এক গৃহিনীর কাছ থেকে ৬ হাজার টাকা প্রতারণা করে নিয়ে পালানোর সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অপর এক প্রতারক মোটরসাইকেল ফেলে পালিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি শারীরিক প্রতিবন্ধী শেখ বিল্লাল হোসেন ওরফে বিল্লাল (৪৫) যশোর জেলার কেশবপুর থানার বরণডালী গ্রামের মৃত নূর উদ্দীনের ছেলে। পলাতক আসামি হলেন- সাতক্ষীরা সদর উপজেলার যোগরাজপুর গ্রামের জহুরুল ইলামের ছেলে জাহিদুল ইসলাম (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শারীরিক প্রতিবন্ধী বিল্লাল ও জাহিদ মোটরসাইকেল নিয়ে গতকাল সকাল ১০টার দিকে আকুন্দবাড়ীয়া গ্রামে তাছলিমা খাতুনের বাড়িতে যান। এসময় তারা সমাজসেবা অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তাছলিমার স্বামীর নাম ও ঠিকানা জিজ্ঞাসা করেন। পরে তারা বলেন, তার স্বামীর নামে চুয়াডাঙ্গা সমাজসেবা অফিসে ২৯ হাজার টাকা এসেছে, এবং ওই টাকা নিতে হলে তাদেরকে ৬ হাজার টাকা দিতে হবে। প্রতারকদের কথা শুনে তাছলিমা তাদেরকে ৬ হাজার টাকা প্রদান করেন। এরপর তারা ‘সৌদি আরব সিসিডিবি অনুদানের তালিকা, বাংলাদেশ প্রতিবন্ধী অসহায় ব্যক্তি তালিকা’ লেখা একটি ফর্মে তাছলিমার স্বামীর নাম ও ঠিকানা লিখে দেয়।
পরে তাছলিমা ওই ফর্মটি তার এক প্রতিবেশীকে দেখালে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং প্রতারণার তথ্য জানিয়ে তাদের ধরতে খোঁজা শুরু করেন। পরে বেলা ১১টার দিকে আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সামনে প্রতারকদের খোঁজ পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এসময় একজনকে আটক করতে সক্ষম হয়। অপর প্রতারক জাহিদ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে প্রতারক বিল্লালকে আটক করে থানায় নিয়ে আসে।
সমাজসেবা অফিসের কর্মকর্তা হিসেবে প্রতারণার এই ঘটনায় একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান। তিনি বলেন, ‘প্রতারক আটক হওয়ার খবর পেয়ে সদর থানার পুলিশের একটি টিম আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী নারী একটি অভিযোগ দায়ের করেছেন এবং সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ (বুধবার) আদালতে সোপর্দ করা হবে।’