চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
লাইসেন্সবিহীন সেমাই কারখানায় জরিমানা
- আপলোড টাইম : ১২:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাইসেন্সবিহীন সেমাই কারখানায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার জাফরপুর ও ডিঙ্গেদহ বাজারে ইফতার সামগ্রী, হোটেল, ফলের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় অনুমোদন ছাড়া সেমাই উৎপাদনের দায়ে সামছুল আলমের প্রতিষ্ঠান মেসার্স হালিমা ফুড-কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, অবৈধ মজুদ না করা, মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।