চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল
- আপলোড টাইম : ১২:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। সম্মেলন ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার সভাপতি আলিমুজ্জামান আলিম। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর হলো। কিন্তু এত বছর পার হলেও দেশের মানুষ এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা-এসব অধিকার সাধারণ মানুষ পায়নি। কারণ, এ দেশে যারা শাসন করেছে, তারা শোষণের রাজনীতি করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, লুটপাট করে দেশের সম্পদ ধ্বংস করেছে। দিনের ভোট রাতে করে ক্ষমতা কুক্ষিগত করেছে। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। তাই বারবার দুর্নীতিবাজ শক্তিকে ক্ষমতায় পাঠালে দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। একমাত্র ইসলামী শক্তি রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণ তাদের অধিকার ফিরে পাবে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে জান-মাল দিয়ে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘পীর সাহেব চরমোনাই ইসলামী প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলম সজীব, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি হাজী আবু হানিফ ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সদর থানার সভাপতি আল-আমিন সোহাগ, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মীর শফিউল ইসলাম ও চুয়াডাঙ্গা সদর থানা সভাপতি মাওলানা হানজালা হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ। গতকাল ইসলামী আন্দোলন জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলম সজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।