নারী নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মানববন্ধন
ধর্ষণসহ সকল নির্যাতনের দ্রুত বিচারের দাবি
- আপলোড টাইম : ১০:৪২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, শারীরিক সহিংসতা, অনলাইনে হেনস্থা এবং বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের প্রধান অতিথি থেকে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. আনোয়ার পারভেজ।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন।
মানববন্ধনে প্রধান অতিথি আনোয়ার পারভেজ তার বক্তব্যে বলেন, ‘দেশে ক্রমাগত আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, যা কোনোভাবেই সরকারের প্রত্যাশিত নয়। সরকার এবং তাদের উপদেষ্টাদের দায়িত্বশীল হতে হবে, কারণ তাদের দায়িত্বে দেশের পরিস্থিতি এমন দুর্বিষহ পরিস্থিতিতে পড়তে পারে না।’ তিনি সকল অপরাধের দ্রুত বিচার দাবি করেন এবং বলেন, ‘এই অবস্থায় সরকারকে আরও সক্রিয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে অপরাধীরা বিচার থেকে রক্ষা না পায়।’
প্রধান বক্তা সরকার জসিম উদ্দিন সম্রাট বলেন, ‘যে দেশে আমাদের মা-বোনেরা নিরাপদ নয়, সে দেশ ছাত্র সমাজের জন্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি দিতে হবে, যাতে তারা অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠে। কেননা, শুধু আইন দ্বারা নয়, সমাজের প্রতিটি স্তরের কাছ থেকে কঠোর শিক্ষা এবং সতর্কতা প্রয়োজন।’
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, স্বাধীন শেখ, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরাম খোকন, আকরামুল হক। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ছাত্রদলের নেতাকর্মী এবং সমাজের সচেতন নাগরিকগণ।
উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ তাদের বক্তব্যে, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। তারা সকলকে সতর্ক করে বলেন, সামাজিক বিচার ও শিক্ষা ছাড়া দেশের পরিবেশ পরিবর্তন সম্ভব নয়।