কার্পাসডাঙ্গা পুলিশের ‘ওপেন হাউজ ডে’
- আপলোড টাইম : ১০:২৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
জনসাধারণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানো এবং সমাজের প্রান্তিক মানুষের প্রত্যাশা পূরণে পুলিশের অংশীদারিত্বমূলক কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পুলিশ ক্যাম্পে ‘ওপেন হাইজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’- তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে প্রধান অতিথি ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে।’ বক্তারা আরও বলেন, ‘পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে, তবে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব রয়েছে। মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, ইভটিজিং এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সক্রিয়ভাবে রুখে দাঁড়াতে হবে।’ পুলিশ মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো আপস করবে না এবং এসব অপরাধের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির। এছাড়াও জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।