চুয়াডাঙ্গা নিউ মার্কেটের ব্যবসায়ী সামিন খন্দকারের মৃত্যু
জেলা বিএনপির সম্পাদক শরীফের শোক
- আপলোড টাইম : ১০:২২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা মুক্তিপাড়া নিবাসী, নিউ মার্কেটের সম্পা হোসিয়ারী ও সম্পা ফ্যাশন ওয়্যারের স্বত্ত্বাধিকারী সামিন খন্দকার ইন্তেকাল করেছেন। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার বেলা দেড়টায় ঢাকার শংকর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মত্যুবরণ করেন তিনি। মত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। এ তথ্য নিশ্চিত করেছে নিহতের পরিবার।
এদিকে, তার মত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এছাড়া নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, বড় বাজার দোকান মালিক সমিতি এবং চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। ঢাকায় হাসপাতাল থেকে ছাড়পত্রের পর ঢাকার বাবর রোডের আল-মারকাজুলে তার মরদেহের গোসল সম্পন্ন করা হয়।
জানা গেছে, গত ১ রমজান মাগরিবের নামাজ পড়ার সময় তিনি ব্রেন স্ট্রোকের শিকার হন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। গতকালই ঢাকা থেকে সামিন খন্দকারের মরদেহ চুয়াডাঙ্গায় তার নিজ বাসভবনে আনা হয়। আজ মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে তার দাফনকার্য সম্পন্ন করা হবে।
এদিকে, সম্পা হোসিয়ারী ও সম্পা ফ্যাশন ওয়্যারের স্বত্ত্বাধিকারী সামিন খন্দকারের মত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিউ মার্কেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কেট পরিচালনা কমিটি।