আলমডাঙ্গা একাডেমির ৪ জন শিক্ষার্থী পেল ক্যাডেট কলেজে চান্স
- আপলোড টাইম : ১০:১৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা একাডেমির (আল-ইকরা ক্যাডেট একাডেমি) ৪ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। গতকাল সোমবার আল-ইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ এনামুল হক জানান, ২০২৫ সালের ক্যাডেট ভর্তি লিখিত পরীক্ষার ফলাফলে ১০ জন উত্তীর্ণের মধ্যে মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফলে আলমডাঙ্গা একাডেমির ৪ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
তাদের আলমডাঙ্গা একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানান প্রতিষ্ঠানের পরিচালক সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই, অধ্যক্ষ এনামুল হক, সভাপতি ফকির মোহাম্মদ, বিদ্যোৎসাহী সদস্য লিয়াকত আলী লিপু মোল্লা ও সদস্য সিরাজুল ইসলাম। এ বছর যারা বিভিন্ন ক্যাডেট কলেজে চান্স পেয়েছে, তারা হলো- তাসিন আবরার (ঝিনাইদহ ক্যাডেট কলেজ), শাখাওয়াত হোসেন তাসিন (পাবনা ক্যাডেট কলেজ), রুসাফা বিনতে মুস্তফা (জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ), জান্নাতুল ফেরদৌস জুঁই (জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ)।