আলমডাঙ্গার দারুস সালাম ঈদগাহ ময়দানের গাছ কাটায় সমালোচনা
- আপলোড টাইম : ১০:১৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার দারুস সালাম মাদ্রাসা ও ঈদগাহ ময়দানে গাছ কাটাকে কেন্দ্র করে শহরে সমালোচনার ঝড় বইছে। সূত্রে জানা গেছে, এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে তাল গাছ ও নারিকেল গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিল। কোনো প্রয়োজন ছাড়ায় ঈদগাহ কমিটি ওই সব পুরোনো গাছ কাটার সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে পরিবেশ বিষয়ক সংগঠক ও আলমডাঙ্গা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাইদ হিরোন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু। এভাবে অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধন বন্ধ করতে হবে।
এ ব্যাপারে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, গাছ কাটা শুরু করেছে। আরও একাধিক গাছ কাটা হবে জানতে পেরেছে। কোনো যথাযথ যৌক্তিক কারণ ছাড়া যদি কাটা হয় তাহলে কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করা হবে। কারণ আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা কারও পৈতৃক সম্পত্তি নয়, এই প্রতিষ্ঠানটি আলমডাঙ্গা পৌর এলকার সকল জনগণের। এই প্রতিষ্ঠানটি রক্ষার দায়িত্ব আলমডাঙ্গাবাসীর। এদিকে দারুস সালাম কমিটির কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার এভাবে বহু পুরোনো গাছ কেটে ফেলায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।