জামজামি ও খাসকররা ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে শরীফুজ্জামান
ঐক্য ও শৃঙ্খলা নিশ্চিত করে জনগণের স্বার্থে কাজ করতে হবে
- আপলোড টাইম : ০৯:৫৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার জামজামি ও খাসকররা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়া নির্দেশনা দেন। তিনি বলেন, ‘৫ আগস্টে স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা ঘাপটি মেরে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।’
তিনি আরও বলেন, ‘পতিত সরকারের দোসররা যেভাবে দেশকে অস্থিতিশীল করেছিল, বিএনপির নেতা-কর্মীদের তার বিপরীত কাজ করে নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। একতা ও নম্রতাই দলের নেতা-কর্মীদের পরিচয় হয়ে উঠতে হবে। বিগত ১৬ বছরে আমরা নিপীড়িত হয়েছি। এখন ফ্যাসিস্ট শাসনের পতনের পর আমাদের উচিত বিএনপির ভাবমূর্তি সাধারণ মানুষের হৃদয়ে গড়ে তোলা। আমাদেরকে মানুষের আশা ও ভরসার প্রতীক হতে হবে। আমরা যদি ফ্যাসিস্ট সরকারের নেতাদের মতো আচরণ করি, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই ব্যাহত হবে।’
শরীফুজ্জামান বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকব। কেউ অন্যায় পথে হাঁটলে তাকে ছাড় দেওয়া হবে না। আমাদের লড়াই গণতন্ত্রের লড়াই। তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসিন করার মাধ্যমে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ে দলকে আরও সংগঠিত করতে হবে।’
ইফতার ও দোয়া মাহফিলে শরীফুজ্জামান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রসঙ্গ তুলে বলেন, ‘বছরের পর বছর তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাকে পতিত স্বৈচারার সরকার কর্তৃক বন্দি করে রাখা হয়েছিল। সেই স্বৈরাচারের পতনের পর বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেয়া হয়েছে। দেশের মানুষের জন্য সারাজীবন কাজ করেছেন।’ এসময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির জন্য প্রার্থনা করেন।
গতকাল বাদ আছর জামজামি ইউনিয়ন বিএনপির আয়োজনে জামজামি মাদ্রাসা মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিনসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামজামি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ আহমেদ।
অপর দিকে, বিকেল সাড়ে পাঁচটায় খাসকররা ইউনিয়ন বিএনপির আয়োজনে খাসকররা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রশিদ। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতা এমদাদুল হক ডাবু, জেলা যুবদলের অর্থ সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম.এ. হাসান, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মিলন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন খাসকররা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল রাজ্জাক রাজা। দোয়ায় উপস্থিত নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।