ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

সাবেক এমপির ভাতিজার দেওয়া আগুনে যুবকের মৃত্যু

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:৪৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ৩৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি ভারতে নিহত আনোয়ারুল আজিম আনারের ভাতিজার দেওয়া আগুনে দগ্ধ আহসানুল ইসলাম অর্কিড নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত অর্কিড কালীগঞ্জ উপজেলার কাঁঠালবাগান এলাকার ওসমান গণির ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত অর্কিডের চাচা আমিনুর রহমান।

তিনি জানান, গত ৫ দিন ধরে অর্কিড ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল। গতকাল সোমবার দুপুরে সে মারা গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিনকে নিয়ে পালিয়ে যায় আহসানুল ইসলাম অর্কিড। গত বুধবার যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মীমাংসার কথা বলে অর্কিডকে ডাকা হয়। ঘটনাস্থলে পৌঁছালে অর্কিডকে হাত পা বেধে ফেলে সাবেক এমপি আনারের ভাইপো মনিরুজ্জামান রিংকু, তারিন খাতুন ও ফয়সাল। এরপর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তারা পালিয়ে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দগ্ধ অর্কিডকে যশোর থেকে নিয়ে এসে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য নিয়ে যান। অর্কিডের বাবা ওসমান গনি অভিযোগ করেন, ‘আমার একমাত্র ছেলেকে সাবেক এমপি আনারের ভাইপো রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সাল পরিকল্পিতভাবে হত্যা করেছে। মৃত্যুর আগে এক ভিডিওতে অগ্নিদগ্ধ অর্কিড জানিয়েছিল তার শরীরে রিংকু, তারিন ও ফয়সাল পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।’

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, আহসানুল ইসলাম অর্কিড নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। তবে যেহেতু ঘটনাস্থল যশোর শহরে তাই মামলা ও এর তদন্ত হবে সেখানে। পরকীয়া ঘটনার কারণে এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

সাবেক এমপির ভাতিজার দেওয়া আগুনে যুবকের মৃত্যু

আপলোড টাইম : ০৯:৪৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি ভারতে নিহত আনোয়ারুল আজিম আনারের ভাতিজার দেওয়া আগুনে দগ্ধ আহসানুল ইসলাম অর্কিড নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত অর্কিড কালীগঞ্জ উপজেলার কাঁঠালবাগান এলাকার ওসমান গণির ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত অর্কিডের চাচা আমিনুর রহমান।

তিনি জানান, গত ৫ দিন ধরে অর্কিড ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল। গতকাল সোমবার দুপুরে সে মারা গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিনকে নিয়ে পালিয়ে যায় আহসানুল ইসলাম অর্কিড। গত বুধবার যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মীমাংসার কথা বলে অর্কিডকে ডাকা হয়। ঘটনাস্থলে পৌঁছালে অর্কিডকে হাত পা বেধে ফেলে সাবেক এমপি আনারের ভাইপো মনিরুজ্জামান রিংকু, তারিন খাতুন ও ফয়সাল। এরপর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তারা পালিয়ে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দগ্ধ অর্কিডকে যশোর থেকে নিয়ে এসে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য নিয়ে যান। অর্কিডের বাবা ওসমান গনি অভিযোগ করেন, ‘আমার একমাত্র ছেলেকে সাবেক এমপি আনারের ভাইপো রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সাল পরিকল্পিতভাবে হত্যা করেছে। মৃত্যুর আগে এক ভিডিওতে অগ্নিদগ্ধ অর্কিড জানিয়েছিল তার শরীরে রিংকু, তারিন ও ফয়সাল পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।’

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, আহসানুল ইসলাম অর্কিড নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। তবে যেহেতু ঘটনাস্থল যশোর শহরে তাই মামলা ও এর তদন্ত হবে সেখানে। পরকীয়া ঘটনার কারণে এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি।