ঝিনাইদহে ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন
- আপলোড টাইম : ০৯:৩৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
সারাদেশে বিচ্ছিন্নভাবে সংঘটিত ধর্ষণ, নারী নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাসে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে অংশ নেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহরিয়ার রাসেল ও ঝিনাইদহ কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাকিব হোসাইন প্রমুখ। কর্মসূচিতে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়া কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের পায়রা চত্বরে জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমীন ও সহসভাপতি ইমরান হোসেনের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করে কেসি কলেজ ছাত্রদল। মানববন্ধন শেষে এক সমাবেশে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমীন বলেন, ধর্ষকদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।