ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুধর্ষণ, তরুণ গ্রেপ্তার

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:৩২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ৩২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক প্রতিবেশী যুবক। গত ২৭ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনা ঘটলেও ভিকটিমের পরিবার লোকলজ্জায় বিষয়টি আড়াল করে রেখেছিল। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বিষয়টি ফাঁস হয়ে পড়ে। এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে ইমরান হোসেন (১৫) নামের অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় সকালে ভিকটিমের মা বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় মামলা করেন। গ্রেপ্তার ইমরান হোসেন হরিণাকুণ্ডু উপজেলার পইলতাডাঙা গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ভুট্টাখেতে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে রাজমিস্ত্রী ইমরান হোসেন। ঘটনার পর ধর্ষণের শিকার শিশুটির পরিবার লজ্জায় বিষয়টি আড়াল করার চেষ্টা করে। কিন্তু শিশুটি অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ খান জানান, ঘটনার দিন সকালে ইমরান হোসেন ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। গতকাল সোমবার সকালে ভিকটিমের মা হরিণাকুণ্ডু থানায় এসে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। ওসি জানান, পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। আসামি ইমরানকে ঝিনাইদহ সাইবার ইনভেস্টিগেশন সেল গ্রেপ্তার করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুধর্ষণ, তরুণ গ্রেপ্তার

আপলোড টাইম : ০৯:৩২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক প্রতিবেশী যুবক। গত ২৭ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনা ঘটলেও ভিকটিমের পরিবার লোকলজ্জায় বিষয়টি আড়াল করে রেখেছিল। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বিষয়টি ফাঁস হয়ে পড়ে। এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে ইমরান হোসেন (১৫) নামের অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় সকালে ভিকটিমের মা বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় মামলা করেন। গ্রেপ্তার ইমরান হোসেন হরিণাকুণ্ডু উপজেলার পইলতাডাঙা গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ভুট্টাখেতে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে রাজমিস্ত্রী ইমরান হোসেন। ঘটনার পর ধর্ষণের শিকার শিশুটির পরিবার লজ্জায় বিষয়টি আড়াল করার চেষ্টা করে। কিন্তু শিশুটি অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ খান জানান, ঘটনার দিন সকালে ইমরান হোসেন ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। গতকাল সোমবার সকালে ভিকটিমের মা হরিণাকুণ্ডু থানায় এসে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। ওসি জানান, পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। আসামি ইমরানকে ঝিনাইদহ সাইবার ইনভেস্টিগেশন সেল গ্রেপ্তার করে।