মুজিবনগরে যুবদলের ইফতার ও দোয়া মাহফিল
- আপলোড টাইম : ০৯:০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
মুজিবনগরে যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মেহেরপুর জেলার মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবদলের সহসভাপতি আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা যুবদলের স্থানীয় বিষয়ক সম্পাদক বজলুর রহমান, মেহেরপুর জেলা যুবদলের সদস্য ইউনুস আলী বগা, মুজিবনগর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, এবং বাগোয়ান ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ বায়েজিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে। রমজানের এই পবিত্র মাসে যুবদল মানুষের পাশে থেকে একতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে চায়। ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।