চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউনিয়ন ভিত্তিক খাদ্যবান্ধব কর্মসূচি
উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন- আপলোড টাইম : ০৯:০০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ইউনিয়ন ও কেন্দ্র ভিত্তিক উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এই ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে সদর উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসান আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসিফ ইকবাল প্রমুখ।
উন্মুক্ত লটারির মাধ্যমে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে ডিলার হিসেবে নিয়োগ পান এখলাচ হোসেন (দৌলতদিয়াড় বাজার) ও খোকন হোসেন (ভালাইপুর মোড়), মোমিনপুর ইউনিয়নে তরিকুল ইসলাম শান্তি, কুতুবপুর ইউনিয়নে তহমিনা খাতুন (সরোজগঞ্জ বাজার) ও মো. ফিরোজ আলী (দশমাইল বাজার), শংকরচন্দ্র ইউনিয়নে কায়সার আহমেদ মিলন (ডিঙ্গেদহ বাজার), বেগমপুর ইউনিয়নে মো. শফিউদ্দীন (বেগমপুর বাজার), তিতুদহ ইউনিয়নে মিলন মিয়া (তিতুদহ বাজার), পদ্মবিলা ইউনিয়নে মো. সালাউদ্দীন (বালিয়াকান্দি বাজার), গড়াইটুপি ইউনিয়নে মো. আলী হোসেন (গড়াইটুপি বাজার), মাখালডাঙ্গা ইউনিয়নে মো. আতিয়ার রহমান (মাখালডাঙ্গা স্কুল মোড়), নেহালপুর ইউনিয়নে রাজিবুল হোসেন রাজিব (দোস্তের বাজার)। এসময় উপজেলা খাদ্য বান্ধব কমিটির সদস্য, গণমাধ্যমকর্মী এবং দরপত্র জমাদানকারীরা উপস্থিত ছিলেন।