চুয়াডাঙ্গায় ‘তারুণ্যের উৎসব’ প্রাইম ব্যাংক বিভাগীয় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- আপলোড টাইম : ০৮:৪২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় ‘তারুণ্যের উৎসব’ প্রাইম ব্যাংক বিভাগীয় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন। উদ্বোধনী ম্যাচে কুষ্টিয়ার মিরাজুল হক মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় এবং ঝিনাইদহ জেলার কাঞ্চন নগর মডেল স্কুল অ্যান্ড কলেজ মুখোমুখি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান মোল্লা, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সদস্যসচিব ফাহিম উদ্দিন মভিন।
উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন শফিকুল ইসলাম মালেক ও টুটুল মোল্লা, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ক্রিকেটার ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ। উদ্বোধনী দিনে ঝিনাইদহ কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজ ৫৫ রানে জয়লাভ করে।