তিতুদহে সংঘর্ষে বিএনপি নেতা রফিকুলের শোকাহত পরিবারের
পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা
- আপলোড টাইম : ০৮:৩৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে বিএনপির দুটি পক্ষের সংঘর্ষে নিহত ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুরে সংগঠনটির চুয়াডাঙ্গা জেলা কমিটির নেতারা নিহত রফিকের পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে যান এবং তাদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, ‘দুষ্কৃতকারীদের কোনো দল নেই। তারা কেবলই অপরাধী। বাংলার মাটিতে অপরাধীদের স্থান হবে না। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে।’
সংগঠনের সদস্যসচিব সাফফাতুল ইসলাম বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই। আমরা অন্যায়ের বিরুদ্ধে কাজ করি। রফিকুল হত্যার বিচার ও ভুক্তভোগী পরিবারকে সহযোগিতার জন্য আমরা পাশে আছি।’ সংগঠনটির জেলা কমিটির মুখ্য সংগঠক সজিবুল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতারা এসময় উপস্থিত ছিলেন। তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং যেকোনো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এদিকে, নিহত রফিকের পরিবারের সদস্যরা এখনও শোকে বিহ্বল। তার স্ত্রী মুক্তি খাতুন বলেন, ‘আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিছু আসামিকে গ্রেপ্তার করা হলেও মূলহোতারা এখনো ধরা পড়েনি। আমরা দ্রুত সকল আসামির গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি চাই। আমরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি।’ নিহতের ছেলে রাব্বি মল্লিক বলেন, ‘আমার বাবাকে যারা হত্যা করেছে, তাদের বিচার যেন হয়। দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।’