চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
‘সামান্য প্রশিক্ষণ অনেক বড় দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে’
- আপলোড টাইম : ০৮:২৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৃথকভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাছাই প্রাণ ক্ষয়-ক্ষতি’
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে মহড়া পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে বিশেষ অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া পরিচালনা করে। মহড়ায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি দপ্তর, গণমাধ্যমকর্মী, রেড ক্রিসেন্ট, স্কাউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চৌকস কর্মকর্তারা গ্যাস এবং আগুন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মহড়ার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন।
পরে মহড়া শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘আলোচনা সভার শুরুতেই আমরা যে মহড়াটি দেখলাম, সেটিই মনে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। মহড়াটিতে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে পারলে আরও ভালো হতো। অনেকেই ছিলেন, তবে মহিলাদের এ বিষয়ে আমাদের প্রশিক্ষণ দিতে হবে। অনেক দুর্ঘটনা রান্নাঘর থেকেই ঘটে। আমাদের সকল পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। প্রয়োজনে প্রশিক্ষণ দিতে হবে। এমন সামান্য কিছুক্ষণের প্রশিক্ষণ অনেক বড় দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে। ছোট ছোট অনেক কিছু আছে, যা আমাদের জানা প্রয়োজন। হয়ত আমাদের কাছে গ্যাস বা আগুন সংক্রান্ত অনেক কিছুই ভয়ের, তবে আমরা যদি জানি, কোনটা কীভাবে করতে হবে, তাহলে এগুলো সহজ হয়ে আসবে।’ জেলা প্রশাসক আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে গ্রামেও ফায়ার সার্ভিসের এ ধরনের মহড়ার আয়োজন করা উচিত। এতে সচেতনতা তৈরি হবে।’
আলোচনা সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রফিকুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের যুব প্রধান শরীফা সুহাসিনী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কালেক্টর মসজিদের পেশ ইমাম কবির হোসেন।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাছাই প্রাণ ক্ষয়-ক্ষতি’ প্রতিপাদ্যে গতকাল আলমডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আলমডাঙ্গা ভূমিকম্প, সুর্ঘটনা ও অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপের মহড়ার আয়োজন করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারে সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মওদুদ আহমেদ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়ে থাকে। আগাম সতর্কবার্তার ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়-ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন, ইন্সট্রাক্টর স্ট্রাক্টর জামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেড এম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ।
দামুড়হুদা:
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাছাই প্রাণ ক্ষয়ক্ষতি’ স্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রথমে র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া হয়। মহড়া শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ দুই প্রকার মানব সৃষ্ট ও প্রাকৃতিক। যেটা প্রাকৃতিক দুর্যোগ সে বিষয়ে আমরা সবসময় সচেতন থাকি। কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ যেমন আমরা বাতাসের মধ্যে থেকে বাতাসকে দেখতে পায় না, তেমনি ভাবে মানব সৃষ্ট দুর্যোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা আগে থেকে জানতে পারি না।
উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেইচএম তাফসফিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার লিলিমা আক্তার হ্যাপি, কৃষি সম্প্রসারণ অফিসার আল সাবা, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি সামসুজ্জোহা পলাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাজিদ, দর্শনা দামুড়হুদা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইস্টিশন মাস্টার আব্দুল মান্নান মিয়া, লিডার শামসুর রহমান, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আব্দুর রাশেদ প্রমুখ।
জীবননগর:
জীবননগরে ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাছাই প্রাণ ক্ষয়-ক্ষতি’ প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া হয়। এর আগে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমীন হোসেন।
মেহেরপুর:
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ ইন্সপেক্টর মোর্শেদ, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, মেহেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাঈদুর রহমান, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম আহমেদ, জেলা ব্র্যাক সমন্বয় মনিরুল হুদা প্রমুখ। এদিকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এর আগে র্যালি বের করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।