ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় আ.লীগের সক্রিয় কর্মী নুরুন নাহার কাকলি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সক্রিয় কর্মী নুরুন নাহার কাকলিকে (৪৮) গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল রোববার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নুরুন নাহার কাকলি সবুজ পাড়ার নুরুল ইসলামের মেয়ে। তিনি সাবেক জেলা পরিষদের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর এবং চুয়াডাঙ্গা মহিলা যুবলীগের সক্রিয় কর্মী। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীয়তুল্লাহ ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজ পাড়ায় অভিযান চালিয়া তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (আজ) তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় আ.লীগের সক্রিয় কর্মী নুরুন নাহার কাকলি গ্রেপ্তার

আপলোড টাইম : ১০:০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সক্রিয় কর্মী নুরুন নাহার কাকলিকে (৪৮) গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল রোববার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নুরুন নাহার কাকলি সবুজ পাড়ার নুরুল ইসলামের মেয়ে। তিনি সাবেক জেলা পরিষদের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর এবং চুয়াডাঙ্গা মহিলা যুবলীগের সক্রিয় কর্মী। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীয়তুল্লাহ ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজ পাড়ায় অভিযান চালিয়া তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (আজ) তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।