ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

মহেশপুর সীমান্তে ৫ বাংলাদেশি নাগরিক আটক

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ৪৮ বার পড়া হয়েছে

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ভবনগর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে পাকা রাস্তার ওপর নায়েক মো. আকমল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক গোপালগঞ্জের কোটালিপাড়ার শচীন বিশ্বাসের ছেলে দিপংক বিশ্বাস (৪০), মাদারীপুরের ললিত কুমারের ছেলে অনিল চন্দ্র মন্ডল (৫৫), ভোলার মৃতহারাধন দাসের ছেলে লিটন কান্তি দাস (৪৮) ও লিটন কান্তি দাসের ছেলে লিমন দাসকে (১৬) আটক করা হয়। একই দিন বিকেল ৫টার দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হুদাপাড়া গ্রামের বটতলা মোড়ে সুবেদার আসাদুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক সাতক্ষীরার বৈকার গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. বাবুকে (আশিকুর রহমান) (২৫) আটক করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মহেশপুর সীমান্তে ৫ বাংলাদেশি নাগরিক আটক

আপলোড টাইম : ১০:০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ভবনগর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে পাকা রাস্তার ওপর নায়েক মো. আকমল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক গোপালগঞ্জের কোটালিপাড়ার শচীন বিশ্বাসের ছেলে দিপংক বিশ্বাস (৪০), মাদারীপুরের ললিত কুমারের ছেলে অনিল চন্দ্র মন্ডল (৫৫), ভোলার মৃতহারাধন দাসের ছেলে লিটন কান্তি দাস (৪৮) ও লিটন কান্তি দাসের ছেলে লিমন দাসকে (১৬) আটক করা হয়। একই দিন বিকেল ৫টার দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হুদাপাড়া গ্রামের বটতলা মোড়ে সুবেদার আসাদুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক সাতক্ষীরার বৈকার গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. বাবুকে (আশিকুর রহমান) (২৫) আটক করা হয়।