ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

শৈলকুপায় মধ্যরাতের সংঘর্ষে আহত ৩০

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ৭২ বার পড়া হয়েছে

রমজান মাসেও থেমে নেই মারামারি। তারাবিহ শেষে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বালাপাড়া গ্রামের মানুষ। তুচ্ছ ঘটনা নিয়ে গত শনিবার মধ্যরাতে একে অপরের ওপর হামলা চালায়। হামলায় আহত হয় উভয় পক্ষের ৩০ জন। হৈচৈ ও চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় গ্রামের মানুষের। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। খবর পেয়ে মধ্যরাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।

বালাপাড়া গ্রামের সেলিম শাহ জানান, দীর্ঘদিন ধরে তারা সরকারি ২ একর ৭৫ শতক জমি ভোগদখল করে আসছেন। তার বাবা দাদারাও ভোগ করে আসছিলেন। বন্দোবস্তের জমি ৫ আগস্টের পর একই গ্রামের আমিরুল ইসলাম জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ ঘটনা নিয়ে গত দুই দিন আগে আমিরুল সমর্থকরা তার পক্ষের মোজাম মন্ডল ও চান মন্ডলকে পিটিয়ে আহত করে।
সেলিম শাহ জানান, এ নিয়ে তিনি ও তার সমর্থকেরা শনিবার রাতে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় বসে। রাত সাড়ে ১২টার দিকে আলোচনা শেষে বাড়ি ফেরার সময় আমিরুল সমর্থকরা রাতের আধারে তাদের ওপর হামলা চালায়। হামলার সাথে সাথে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলায় রাশেদ শাহ, জানারুল শাহ, মশিউর মন্ডল, আনোয়ার সদ্দার, মোয়াজ্জেম শাহ, ঝন্টু মোল্যা, রিগান খাঁ, সোহান মন্ডল, মনিরুল মোল্যা, রাজন খাঁ, আজিজুল মন্ডল, মিন্টু মন্ডল, সাহেব আলী, সাদ্দাম, হোসেন, হাসিব শেখ ও মানফুল শেখসহ ৩০ ব্যক্তি আহত হয়।

প্রতিপক্ষ গ্রুপের আমিরুল ইসলাম বলেন, সরকারি বন্দোবস্তের জমিটা তার দালিলিক সম্পত্তি সামনে। এ জমিটা দীর্ঘ বছর ধরে তারাই ভোগদখল করে আসছে। মাঝে মাঝে সেলিম শাহ দখলের চেষ্টা করে এবং সংঘর্ষের ঘটনা ঘটায়।

শৈকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে শৈলকুপা মির্জাপুর ইউনিয়নে দুইদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েক ব্যক্তি আহত হন। পুলিশ অভিযোগ পেয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

শৈলকুপায় মধ্যরাতের সংঘর্ষে আহত ৩০

আপলোড টাইম : ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

রমজান মাসেও থেমে নেই মারামারি। তারাবিহ শেষে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বালাপাড়া গ্রামের মানুষ। তুচ্ছ ঘটনা নিয়ে গত শনিবার মধ্যরাতে একে অপরের ওপর হামলা চালায়। হামলায় আহত হয় উভয় পক্ষের ৩০ জন। হৈচৈ ও চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় গ্রামের মানুষের। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। খবর পেয়ে মধ্যরাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।

বালাপাড়া গ্রামের সেলিম শাহ জানান, দীর্ঘদিন ধরে তারা সরকারি ২ একর ৭৫ শতক জমি ভোগদখল করে আসছেন। তার বাবা দাদারাও ভোগ করে আসছিলেন। বন্দোবস্তের জমি ৫ আগস্টের পর একই গ্রামের আমিরুল ইসলাম জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ ঘটনা নিয়ে গত দুই দিন আগে আমিরুল সমর্থকরা তার পক্ষের মোজাম মন্ডল ও চান মন্ডলকে পিটিয়ে আহত করে।
সেলিম শাহ জানান, এ নিয়ে তিনি ও তার সমর্থকেরা শনিবার রাতে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় বসে। রাত সাড়ে ১২টার দিকে আলোচনা শেষে বাড়ি ফেরার সময় আমিরুল সমর্থকরা রাতের আধারে তাদের ওপর হামলা চালায়। হামলার সাথে সাথে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলায় রাশেদ শাহ, জানারুল শাহ, মশিউর মন্ডল, আনোয়ার সদ্দার, মোয়াজ্জেম শাহ, ঝন্টু মোল্যা, রিগান খাঁ, সোহান মন্ডল, মনিরুল মোল্যা, রাজন খাঁ, আজিজুল মন্ডল, মিন্টু মন্ডল, সাহেব আলী, সাদ্দাম, হোসেন, হাসিব শেখ ও মানফুল শেখসহ ৩০ ব্যক্তি আহত হয়।

প্রতিপক্ষ গ্রুপের আমিরুল ইসলাম বলেন, সরকারি বন্দোবস্তের জমিটা তার দালিলিক সম্পত্তি সামনে। এ জমিটা দীর্ঘ বছর ধরে তারাই ভোগদখল করে আসছে। মাঝে মাঝে সেলিম শাহ দখলের চেষ্টা করে এবং সংঘর্ষের ঘটনা ঘটায়।

শৈকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে শৈলকুপা মির্জাপুর ইউনিয়নে দুইদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েক ব্যক্তি আহত হন। পুলিশ অভিযোগ পেয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।