ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি
মেহেরপুরে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন- আপলোড টাইম : ০৯:২২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৬২ বার পড়া হয়েছে
জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুরের ছাত্র-জনতা। গতকাল রোববার দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে “ধর্ষকের ফাঁসি চাই, আইনের কঠোর প্রয়োগ চাই, সারা বাংলা খবর দে ধর্ষকদের কবর দে, আমি আছিয়া হতে চাই না নারী নিপীড়ন বন্ধ কর” ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, দেশে একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে নারীরা। ধর্ষক নামের নরপশুরা শিশুকেও পর্যন্ত ছাড় দিচ্ছে না। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিতে দেখছি না। আমাদের ৮ বছরের শিশু বোন মাগুরা শহরে ধর্ষণের শিকার। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। একজনকে দৃশ্যমান শাস্তি দিতে পারলে সবাই সচেতন হবে বলে আশাবাদী। বর্তমান সরকার গদিতে বসে এসব কাণ্ডে পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হবে।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্যসচিব মুজাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক তামিম ইসলাম, নাসিম রানা বাঁধন, হোসনেয়ারা শ্রাবণী, ফাহিম শারিয়ার খান অয়ন, আশিকুর রহমান শিশির, মো. প্রিন্স, সংগঠক আশিক রাব্বি, আমির হামজা, তামিমুর রহমান তুষার, ইয়াসিন আহমেদ সিয়াম, আরমা খান, রাগীব শাহরিয়ার, মেহেরপুর জেলা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সাহেব মাহবুব, জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজুদ্দিন, মেহেরপুর জেলা মানবাধিকারের সাধারণ সম্পাদক দিলারা জাহান প্রমুখ। প্রসঙ্গত, মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়।