মেহেরপুর জেলা মাদক পাচার প্রতিরোধ কমিটির সভা
- আপলোড টাইম : ০৯:২১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা মাদক পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা মাদক পাচার প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য দেন অতিরিক্ত তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার করীম, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুম মনির, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান, জেলার মোহাম্মদ নিজাম উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফফর আহমেদ প্রমুখ।