ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

জীবননগরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৪৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ৩৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে মুক্তা খাতুন (২৭) নামে দুই সন্তানের এক জননীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা ১টার দিকে জীবননগর হাসপাতালপাড়ায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মুক্তা খাতুন দর্শনার লোকনাথপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে এবং জীবননগর হাসপাতালপাড়ার বাবুল বাক্তারের স্ত্রী। সংসার জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল বাক্তার বিভিন্ন সময় জুয়া খেলায় আসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে রোববার দুপুরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মুক্তা খাতুন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। খবর পেয়ে দুপুরেই জীবননগর থানা পুলিশ বাবুল বাক্তারের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নেয় এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বলেন, ‘দুপুরে অপমৃত্যুর বিষয়ে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পিতা ও স্বামীর পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের অনুরোধ করা হয়েছিল। প্রথমিকভাবে জানা গেছে স্বামীর জুয়া খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তবে, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (আজ) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

আপলোড টাইম : ০৮:৪৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগরে মুক্তা খাতুন (২৭) নামে দুই সন্তানের এক জননীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা ১টার দিকে জীবননগর হাসপাতালপাড়ায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মুক্তা খাতুন দর্শনার লোকনাথপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে এবং জীবননগর হাসপাতালপাড়ার বাবুল বাক্তারের স্ত্রী। সংসার জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল বাক্তার বিভিন্ন সময় জুয়া খেলায় আসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে রোববার দুপুরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মুক্তা খাতুন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। খবর পেয়ে দুপুরেই জীবননগর থানা পুলিশ বাবুল বাক্তারের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নেয় এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বলেন, ‘দুপুরে অপমৃত্যুর বিষয়ে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পিতা ও স্বামীর পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের অনুরোধ করা হয়েছিল। প্রথমিকভাবে জানা গেছে স্বামীর জুয়া খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তবে, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (আজ) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’