সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে মাদক উদ্ধার
অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ভারতীয় নাগরিক আটক
- আপলোড টাইম : ১১:১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান পরিচালনা করে মদ, ফেনসিডিল ও এক ভারতীয় নাগরিককে আটক করেছে। গতকাল শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের সাগরের আম বাগানের মধ্যে নায়েব সুবেদার মোহাম্মদ শরীফ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া গতকাল শনিবার বেলা দেড়টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৭/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের আমবাগানের ভিতর নায়েক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, গতকাল বেলা দেড়টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/১৮-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোদালিয়া নদীর তীরে মো. আব্দুস সাত্তারের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ভারতীয় নাগরিক আহাদ আলী (১৭) আটক করা হয়।