গাংনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিনা লাভের দোকান
- আপলোড টাইম : ১০:৪৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ৫১ বার পড়া হয়েছে
গাংনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রমজানে জনমনে স্বস্তি ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কেনা মূল্যে পণ্য বিক্রি করতে বিনা লাভের দোকান দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাংনীর সাবেক তহবাজারের সামনে এ বিনা লাভের দোকানের কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলার সদস্যসচিব মোজাহিদুল ইসলাম, পান্না ও আকাশ প্রমুখ। এসময় মোজাহিদুল ইসলাম জানান, পেঁয়াজ, রসুন, ঝাল, শসা আলু, লাউ, টমেটোসহ বিভিন্ন ধরনের সবজি সরাসরি কৃষকদের নিকট থেকে ক্রয় করে তা বিনা লাভে ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। তারা প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং বাকি দিন গুলোতে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ন্যায্য মূল্যে সবজি বিক্রি করবে। তাদের উদ্দেশ্যে হচ্ছে যাতে কৃষক এবং ক্রেতার ফাঁকে কোনো দালাল ঢুকে সিন্ডিকেটের মাধ্যমে এসব সবজির বাজারকে অস্থিতিশীল করে না তুলতে পারে। তারা চায় যারা ব্যবসায়ী আছেন তারাও স্বল্প লাভে সব ধরনের জিনিসপত্র বিক্রি করুক।