ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

সিলভার মেডেল পেলেন চুয়াডাঙ্গার হাবিবা

কিউট আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / ৬৮ বার পড়া হয়েছে

টঙ্গী টেশিস শিল্প সংস্থার মাঠে কিউট আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর্চারি ফাউন্ডেশনের উদ্যোগে দিনভর অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। এতে অংশ নেন ১২টি দলের মোট ৮১ জন নারী আর্চার। এতে ৫টি মেডেল পেয়ে প্রথম হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। আর দুটি মেডেল পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ বিমানবাহিনী এবং বাকি দলগুলো ১টি করে মেডেল পায়।

এরমধ্যে চুয়াডাঙ্গা আরচ্যারী একাডেমির খেলোয়াড় পলাশপাড়ার মো. আব্দুল ওহাবের মেয়ে মোছা. উম্মে হাবিবা আরচ্যারী প্রতিযোগিতায় ফাইনালে উন্নত হয়। সে ব্যক্তিগত সিলভার মেডেল অর্জন করে। তাকে অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা আরচ্যারী একাডেমির সভাপতি মো. সোহেল আকরাম এবং সেক্রেটারি ইখলাস উদ্দিন ও কোচ মো. হযরত আলী এবং সহকারী কোচ সারুফ হোসেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মকসুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহম্মেদ প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

সিলভার মেডেল পেলেন চুয়াডাঙ্গার হাবিবা

কিউট আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট

আপলোড টাইম : ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

টঙ্গী টেশিস শিল্প সংস্থার মাঠে কিউট আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর্চারি ফাউন্ডেশনের উদ্যোগে দিনভর অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। এতে অংশ নেন ১২টি দলের মোট ৮১ জন নারী আর্চার। এতে ৫টি মেডেল পেয়ে প্রথম হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। আর দুটি মেডেল পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ বিমানবাহিনী এবং বাকি দলগুলো ১টি করে মেডেল পায়।

এরমধ্যে চুয়াডাঙ্গা আরচ্যারী একাডেমির খেলোয়াড় পলাশপাড়ার মো. আব্দুল ওহাবের মেয়ে মোছা. উম্মে হাবিবা আরচ্যারী প্রতিযোগিতায় ফাইনালে উন্নত হয়। সে ব্যক্তিগত সিলভার মেডেল অর্জন করে। তাকে অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা আরচ্যারী একাডেমির সভাপতি মো. সোহেল আকরাম এবং সেক্রেটারি ইখলাস উদ্দিন ও কোচ মো. হযরত আলী এবং সহকারী কোচ সারুফ হোসেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মকসুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহম্মেদ প্রমুখ।