চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নারীর প্রতি সহিংসতা রোধে পারিবারিক ও সামাজিক শিক্ষা গুরুত্বপূর্ণ
- আপলোড টাইম : ১০:২৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ৫৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে র্যালি, আলোচনা সভা এবং সেলাই মেশিন বিতরণের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার পৃথক পৃথক ভাবে এসব অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’
চুয়াডাঙ্গা:
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ. দা.) মাকসুরা জান্নাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় তিনি নারীদের মর্যাদা বৃদ্ধি ও অধিকার আদায়ের বিষয়ে মূল্যবান মতামত প্রদান করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক।
এছাড়াও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার মুখপাত্র তামান্না খাতুন, নারী উদ্যোক্ত হেলেনা আক্তার ও মিম্মা সুলতানা প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নারী উদ্যোক্তাবৃন্দসহ অনেকে।
সভায় সভাপতি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সভা সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলাম
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল বেলা ২টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। প্রধান অতিথি বলেন, আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য অধিকার সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, আসুন আমরা সকলে শপথ নেই আমাদের মেয়েকে বাল্য বিয়ে দেব না। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলব। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, তথ্য অফিসার স্নিগ্ধা দাস। আলোচনা সভায় বক্তব্য দেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, ছাত্র প্রতিনিধি রাকিব মাহমুদ, সাকিব মাহমুদ, নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা, হোসনে আরা গোলাপি, সালমা পারভীন, সুরভী শরিফা, প্রিয়াঙ্কা পাল প্রমুখ।
সভা শেষে ১০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে সেলাই মেশিন পেয়েছেন বক্সীপুর গ্রামের মোসাম্মৎ শাহানাজ পারভীন, নওদা নন্ডবিল গ্রামের মোছা. ফরিদা পারভীন, আলমডাঙ্গা স্টেশন পাড়ার মোছা. তানিয়া খাতুন, রামনগর গ্রামের হাবিবা খাতুন, জগন্নাথপুর গ্রামের মোছা. সেলিনা খাতুন, গোবিন্দপুর গ্রামের মোছা. ইতি খাতুন, হারদী গ্রামের হালিমা খাতুন, গড়গড়ি গ্রামের মোছা. হিরা মনি, নওদা বন্ডবিল গ্রামের মোছা. আফরোজা পারভিন, ভেদামারী গ্রামের মোছা. ববিতা খাতুন।
জীবননগর:
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যে জীবননগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি এবং পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমীন। সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা।
মেহেরপুর:
আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। ‘অধিকার, সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট তানজিনা শারমিন দৃষ্টির সঞ্চালনায় বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, উম্মে হানি, তৃপ্তি কনা বিশ্বাস।
গাংনী:
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক নার্গিস সুলতানা নির্জনার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল হোস্বন, উপজেলা ভেটেরিনারি সার্জন আরিফুল ইসলাম, ছাত্র সমন্বয়ক মুজাহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা নারী দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন।
ঝিনাইদহ:
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নির্বাচিত নারী সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইশরাত জাহান, মুন্সী ফিরোজা সুলতানা কৃষি বিভাগের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়, ঝিনাইদহ জেলা রিপার্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, টিআইবির এরিয়া ম্যানেজার হুমায়ূন কবীর এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন।
প্রধান অতিথি বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ করতে পারিবারিক ও সামাজিক শিক্ষা গুরুত্বপূর্ণ। বাল্যবিয়ে, আত্মহত্যা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আলোচনা সভা শেষে নির্বাচিত নারী সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অপরদিকে, ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শহরের পায়রা চত্বরে মানববন্ধন ও পথসভা করেছে মানবাধিকার ডিফেন্ডার নেটওয়ার্ক। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এতে বক্তব্য দেন ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, মানবাধিকার ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সদস্য এন এম শাহজালাল, এডাপের সভাপতি মিজানুর রহমান, সদস্য জান্নাতুল ফেরদৌস লাকীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন ও পথসভা শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়েলফেয়ার এফোর্টস (উই) কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এডাবের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। নারীদের শিক্ষা, অর্থনৈতিক মুক্তি, সহিংসতা প্রতিরোধ, কর্মক্ষেত্রে সম-অধিকার এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।