চুয়াডাঙ্গায় মহিলা দলের উদ্যোগে সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা ও ইফতার মাহফিল
নারীদের দেশের স্বার্ধে এগিয়ে যেতে হবে- শরীফুজ্জামান শরীফ
- আপলোড টাইম : ১০:২০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ৫৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের উদ্যোগে সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনে এর আয়োজন করা হয়। জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রীনা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা দীর্ঘদিন ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে, এক শ্রেণির নারী ভোটের মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। তারা ভোটারদের সংগঠিত করছেন এবং বিভিন্নভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।’
তিনি আরও বলেন, ‘রাজনীতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে নারী কর্মীদের আরও সচেতন হয়ে কাজ করতে হবে। আমাদের মধ্যে যারা পুরুষ আছেন, তারা সভা-সেমিনার করতে পারলেও নারীদের মাধ্যমে উঠান বৈঠক, প্রশিক্ষণ এবং গণসংযোগ কার্যক্রম আরও ফলপ্রসূ হয়।’
তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘নির্বাচন খুব বেশি সময় নেই। তাই এখন থেকেই কৌশল নির্ধারণ করে মাঠে নামতে হবে। আমাদের দলের প্রতিটি ইউনিটের দায়িত্বপ্রাপ্তরা যেন নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘রাজনীতির জন্য আমার দরজা ২৪ ঘণ্টা খোলা। যে কেউ যে কোনো বিষয়ে পরামর্শ চাইলে আমি আন্তরিকভাবে সহযোগিতা করব।’
নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে শরীফুজ্জামান বলেন, ‘নারী উদ্যোক্তাদের কোনো দলীয় পরিচয়ে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবসময় বলেছেন, দলের চেয়ে দেশ বড়। তাই দেশের উন্নয়ন এবং সমাজের অগ্রগতির জন্য নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। উদ্যোক্তারা ব্যাংকিং সুবিধা, সরকারি সহায়তা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য। কোনো নারী উদ্যোক্তাকে যেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হেয় করা না হয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন। অনুষ্ঠানে বক্তারা নারী উদ্যোক্তাদের ভূমিকা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল আলম বিলাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. এ তালহা, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আনোয়ার হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শেফালী বেগম, যুগ্ম সম্পাদক সালমা জাহান পারুল, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন।
এদিকে, নারী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ও উদ্যোক্তা হিসেবে সফল নারীদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিরা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তাদের সাফল্যকে স্বীকৃতি দেন এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।