নাকের পলিপাস অপারেশনে কলেজ ছাত্রের মৃত্যু
- আপলোড টাইম : ০৬:১৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে নাকের পলিপাস অপারেশনে উৎস ভট্টাচার্য্য নামের (১৭) এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারি মাহতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র উৎস ভট্টাচার্য কালীগঞ্জের ছোট রায় গ্রামের উজ্বল ভট্টাচার্য্যরে ছেলে। পারিবারিক সূত্র জানায়, কলেজছাত্র উৎস গত বৃহস্পতিবার নাকের পলিপাস অপারেশন করার কালীগঞ্জ শহরের ফাতেমা ডায়াগনস্টিক হাসপাতালে ভর্তি হন। সেখানে ডা. রাজিবুল ইসলাম গতকাল শুক্রবার সকালে উৎস উৎস ভট্টাচার্য্যর নাকের পলিপাস অপারেশন করেন। অপারেশনের পর প্রচুর রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় তাকে যশোর নেওয়ার প্রস্তুতি চলছিল।
ছোট রায় গ্রামের বাসিন্দা ও উৎস ভট্টাচার্য্যর শিক্ষক পলাশ মুখার্জ্জি বলেন, শুনেছি প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করেন, ‘রক্তপাতের পরও ডাক্তার তড়িৎ ব্যবস্থা গ্রহন করেনি। এ কারণে তার মৃত্যু হয়েছে।’ এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ ব্যাপারে মৃতের পরিবার থানায় অভিযোগ করেছেন। পুলিশ এখন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।