শিরোনাম:
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
জীবননগর অফিস:
- আপলোড টাইম : ০৫:৫৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
জীবননগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারি প্যাকেজ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ শাওনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল খালেক, হাসাদহ কামিল মাদরাসার অধ্যক্ষ মো. আখতারুজ্জামান, মো. আবু বকর সিদ্দিক, জীবননগর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মো. ওলিউর রহমান, সাংবাদিক মাজেদুর রহমান লিটন, নুর আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি ফিরোজ হোসেন।
ট্যাগ :