ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় ‘পদধ্বনি’ ১৫৬৬তম পর্ব, গ্রন্থ প্রকাশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ ১ হাজার ৫৬৬তম পর্ব অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বেলা তিনটায় সাহিত্য পরিষদ কার্যালয়ে এই আসরের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইকবাল আতাহার তাজ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ করেন গোলাম কবীর মুকুল, হেলাল হোসেন জোয়ার্দ্দার, মিম্মা সুলতানা মিতা, গুরু কাজল মল্লিক, সহিদুল ইসলাম, লতিফা রহমান বনলতা, সুমন মালিক ও মুরশীদ আলম। পঠিত লেখার ওপর আলোচনা করেন কাজল মাহমুদ, গোলাম কবীর মুকুল ও ইকবাল আতাহার তাজ। উল্লেখ্য যে, পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকালের পদধ্বনি আসর বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এবং আগামী এপ্রিল মাসে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী সময়ে বিকেল চারটায় পদধ্বনি আসর অনুষ্ঠিত হবে।
এছাড়াও চুয়াডাঙ্গার লেখক রিগ্যান এসকান্দারের কাব্যগ্রন্থ ‘কবি উঠে চলে গেলে প্রেম উঠে চলে যায়’, পিণ্টু রহমানের গল্পগ্রন্থ ‘যে মন্দিরে পতিতারা রানি’, মোস্তাফিজ ফরায়েজীর গল্পগ্রন্থ ‘হেমলকের ঘ্রাণ’, আনোয়ার রশীদ সাগরের কাব্যগ্রন্থ ‘যৌবনবতী নিরীহ নগর’, রোকন রেজার গল্পগ্রন্থ ‘যে যার বৃত্তে’, আতিকুর ফরায়েজীর কাব্যগ্রন্থ ‘অতল জলের গভীরতা’, আব্দুর রহানের কাব্যগ্রন্থ ‘দেশটা কারোর বাপের না’, ডা. মো. তোফাজ্জেল হোসেনের ‘৭১-এর ছেলেবেলায় দেখা’ ও ‘সান্ত্বনার পরশ পাখি’-সহ বেশকিছু বই এ বছর বাংলা একাডেমি আয়োজিত বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পদধ্বনি আসরে উল্লেখিত বইসমূহের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচিত হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় ‘পদধ্বনি’ ১৫৬৬তম পর্ব, গ্রন্থ প্রকাশ

আপলোড টাইম : ০৪:৫৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ ১ হাজার ৫৬৬তম পর্ব অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বেলা তিনটায় সাহিত্য পরিষদ কার্যালয়ে এই আসরের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইকবাল আতাহার তাজ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ করেন গোলাম কবীর মুকুল, হেলাল হোসেন জোয়ার্দ্দার, মিম্মা সুলতানা মিতা, গুরু কাজল মল্লিক, সহিদুল ইসলাম, লতিফা রহমান বনলতা, সুমন মালিক ও মুরশীদ আলম। পঠিত লেখার ওপর আলোচনা করেন কাজল মাহমুদ, গোলাম কবীর মুকুল ও ইকবাল আতাহার তাজ। উল্লেখ্য যে, পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকালের পদধ্বনি আসর বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এবং আগামী এপ্রিল মাসে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী সময়ে বিকেল চারটায় পদধ্বনি আসর অনুষ্ঠিত হবে।
এছাড়াও চুয়াডাঙ্গার লেখক রিগ্যান এসকান্দারের কাব্যগ্রন্থ ‘কবি উঠে চলে গেলে প্রেম উঠে চলে যায়’, পিণ্টু রহমানের গল্পগ্রন্থ ‘যে মন্দিরে পতিতারা রানি’, মোস্তাফিজ ফরায়েজীর গল্পগ্রন্থ ‘হেমলকের ঘ্রাণ’, আনোয়ার রশীদ সাগরের কাব্যগ্রন্থ ‘যৌবনবতী নিরীহ নগর’, রোকন রেজার গল্পগ্রন্থ ‘যে যার বৃত্তে’, আতিকুর ফরায়েজীর কাব্যগ্রন্থ ‘অতল জলের গভীরতা’, আব্দুর রহানের কাব্যগ্রন্থ ‘দেশটা কারোর বাপের না’, ডা. মো. তোফাজ্জেল হোসেনের ‘৭১-এর ছেলেবেলায় দেখা’ ও ‘সান্ত্বনার পরশ পাখি’-সহ বেশকিছু বই এ বছর বাংলা একাডেমি আয়োজিত বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পদধ্বনি আসরে উল্লেখিত বইসমূহের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচিত হয়েছে।