কার্পাসডাঙ্গায় ইজিবাইক চোরকে আটকে পুলিশে দিল জনতা
- আপলোড টাইম : ০৫:৫৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
দামুড়হুদায় উপজেলার কার্পাসডাঙ্গায় জনতা হাতেনাতে ইজিবাইক চোর ধরে উত্তমমধ্যম শেষে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে। জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে পারকৃষ্ণপুর মাঠে ইজিবাইক এনে ভুট্টার পাতা কাটছিল পারকৃষ্ণপুর গ্রামের রশিদের ছেলে সাজন ও তার বন্ধু। এসময় একই গ্রামের সাহেবের ছেলে চিহ্নিত চোর রুবেল ইজিবাইক চুরি করে কার্পাসডাঙ্গার দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর সাজন দেখে তার ইজিবাইক নেই। এসময় সে দ্রুত মোটরসাইকেল নিয়ে ছুটে আসে ও কার্পাসডাঙ্গায় এসে দেখে ইজিবাইক নিয়ে চোর পালাচ্ছে। এসময় স্থানীয় জনতার সহযোগিতায় চোরকে আটক করে উত্তমমধ্যম শেষে তাকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।
এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নিয়ামুলের সাথে কথা বললে তিনি জানান, রুবেলকে দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।