ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গার কুলচারায় ৬ বছর ধরে মাসব্যাপী ইফতার বিতরণ

প্রতিদিন ৪০০ রোজাদারের ইফতার

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:৫৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ১১৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার কুলচারা গ্রামে ৬ বছর ধরে রমজান মাসজুড়ে প্রতিদিন ৪০০ রোজাদারের জন্য একসঙ্গে একই ইফতার বিতরণ করা হচ্ছে। গ্রামের উত্তরপাড়া, মাঝের পাড়া ও স্কুলপাড়ার প্রতিটি বাড়িতে একই ধরনের ইফতার সরবরাহ করা হয়, যা সকলেই গ্রহণ করেন ধনী-গরিব ভেদাভেদ ছাড়াই।

করোনা মহামারির সময় মরহুম সাংবাদিক ও সাহিত্যিক রিচার্ড রহমান এ উদ্যোগটি গ্রহণ করেন। তিনি পাড়ার তরুণদের সঙ্গে আলোচনা করে মহল্লার ঘরবন্দি মানুষের জন্য ইফতার বিতরণের ব্যবস্থা করেন। সেই থেকে এ কার্যক্রম প্রতিবছর অব্যাহত রয়েছে।

গ্রামের আকবার আলী বিশ্বাস বলেন, ‘কেউ কম বা বেশি ইফতার করতে পারে, তাই আমরা সবাই মিলে একই ইফতার গ্রহণ করি। এতে আমাদের সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট থাকে।’ গতকাল শুক্রবার আকস্মিকভাবে এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম বলেন, ‘এ উদ্যোগটি সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। কুলচারার মানুষের এই ঐক্য ও সম্প্রীতি দেখে মুগ্ধ হয়েছি।’

এছাড়াও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি অনুষ্ঠানে অংশ নেন। ইফতার আয়োজন সফল করতে সার্বক্ষণিক ব্যস্ত থাকেন আমানুর রহমান সুপ্পা, রাফেউর রহমান লিংকা, তুহিন ও মোজাম্মেল বিশ্বাস। পাশাপাশি হাফিজুর রহমান, আকবার বিশ্বাস, ওসমান গণি ও শফিউল ইসলাম এ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গার কুলচারায় ৬ বছর ধরে মাসব্যাপী ইফতার বিতরণ

প্রতিদিন ৪০০ রোজাদারের ইফতার

আপলোড টাইম : ০৫:৫৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গার কুলচারা গ্রামে ৬ বছর ধরে রমজান মাসজুড়ে প্রতিদিন ৪০০ রোজাদারের জন্য একসঙ্গে একই ইফতার বিতরণ করা হচ্ছে। গ্রামের উত্তরপাড়া, মাঝের পাড়া ও স্কুলপাড়ার প্রতিটি বাড়িতে একই ধরনের ইফতার সরবরাহ করা হয়, যা সকলেই গ্রহণ করেন ধনী-গরিব ভেদাভেদ ছাড়াই।

করোনা মহামারির সময় মরহুম সাংবাদিক ও সাহিত্যিক রিচার্ড রহমান এ উদ্যোগটি গ্রহণ করেন। তিনি পাড়ার তরুণদের সঙ্গে আলোচনা করে মহল্লার ঘরবন্দি মানুষের জন্য ইফতার বিতরণের ব্যবস্থা করেন। সেই থেকে এ কার্যক্রম প্রতিবছর অব্যাহত রয়েছে।

গ্রামের আকবার আলী বিশ্বাস বলেন, ‘কেউ কম বা বেশি ইফতার করতে পারে, তাই আমরা সবাই মিলে একই ইফতার গ্রহণ করি। এতে আমাদের সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট থাকে।’ গতকাল শুক্রবার আকস্মিকভাবে এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম বলেন, ‘এ উদ্যোগটি সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। কুলচারার মানুষের এই ঐক্য ও সম্প্রীতি দেখে মুগ্ধ হয়েছি।’

এছাড়াও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি অনুষ্ঠানে অংশ নেন। ইফতার আয়োজন সফল করতে সার্বক্ষণিক ব্যস্ত থাকেন আমানুর রহমান সুপ্পা, রাফেউর রহমান লিংকা, তুহিন ও মোজাম্মেল বিশ্বাস। পাশাপাশি হাফিজুর রহমান, আকবার বিশ্বাস, ওসমান গণি ও শফিউল ইসলাম এ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।