ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

দামুড়হুদায় ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

এনামুল কবীর সভাপতি ও হারুন অর রশীদ সেক্রেটারি

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৪:৫২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে ‘আদর্শ সমাজ বিনির্মাণে পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় দামুড়হুদা দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি এনামুল কবীর জিপসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব। সম্মেলনে প্রধান অতিথি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে এনামুল কবীর জিপসী ও সেক্রেটারি হিসেবে হারুন অর রশীদ মিণ্টু দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

এছাড়াও নতুন কমিটিতে সহসভাপতি আবু হাসান বাবু, আব্দুল মজিদ, মোশারফ হোসেন, জয়েন্ট সেক্রেটারি রাশিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহসীন আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিকাইল, প্রচার ও দাওয়াহ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তার সম্পাদক মোশাররফ হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাজী রুহুল কুদ্দুস, প্রশিক্ষণ সম্পাদক মুফতি ছালিম উদ্দিন, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক ইবরাহিম হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক সালাউদ্দিন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আমির হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সজিব মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহিন আলম মিল্টন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আমির হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক রেজাউর রহমান কাজল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক হিসেবে মুসা করিম দায়িত্ব পেয়েছেন। এছাড়া বেশ কয়েকজনকে সহ-সম্পাদক ও সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্মেলনে বক্তারা বলেন, ‘রমজান মাস তাকওয়া ও আত্মশুদ্ধির মাস। যারা আল্লাহভীরু, তারা সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিলে দেশ ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সবাইকে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দামুড়হুদা উপজেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক তরিকুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদায় ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

এনামুল কবীর সভাপতি ও হারুন অর রশীদ সেক্রেটারি

আপলোড টাইম : ০৪:৫২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে ‘আদর্শ সমাজ বিনির্মাণে পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় দামুড়হুদা দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি এনামুল কবীর জিপসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব। সম্মেলনে প্রধান অতিথি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে এনামুল কবীর জিপসী ও সেক্রেটারি হিসেবে হারুন অর রশীদ মিণ্টু দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

এছাড়াও নতুন কমিটিতে সহসভাপতি আবু হাসান বাবু, আব্দুল মজিদ, মোশারফ হোসেন, জয়েন্ট সেক্রেটারি রাশিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহসীন আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিকাইল, প্রচার ও দাওয়াহ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তার সম্পাদক মোশাররফ হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাজী রুহুল কুদ্দুস, প্রশিক্ষণ সম্পাদক মুফতি ছালিম উদ্দিন, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক ইবরাহিম হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক সালাউদ্দিন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আমির হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সজিব মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহিন আলম মিল্টন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আমির হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক রেজাউর রহমান কাজল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক হিসেবে মুসা করিম দায়িত্ব পেয়েছেন। এছাড়া বেশ কয়েকজনকে সহ-সম্পাদক ও সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্মেলনে বক্তারা বলেন, ‘রমজান মাস তাকওয়া ও আত্মশুদ্ধির মাস। যারা আল্লাহভীরু, তারা সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিলে দেশ ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সবাইকে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দামুড়হুদা উপজেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক তরিকুল ইসলাম।