ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গার তালতলা গোরস্থান ও ঈদগাহ কমিটি গঠিত

শামীম সভাপতি ও সম্পাদক ওজুল মিয়া

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:৫২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গোরস্থান ও ঈদগাহ কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার উপদেষ্টা মণ্ডলী ও কার্যকরী কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মণ্ডলীর নয়জন হলেন- মামুনার রশিদ, গোলাম মোস্তফা, নবীছদ্দিন, জিনারুল ইসলাম, শাহিমুন কবির (শিল্পী), ফারুক মন্ডল, পেন্টু আলি, ফারুক (খেয়াঘাটপাড়া) ও হাফি মন্ডল।

কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শামিমুজ্জামান (শামীম), সহসভাপতি জহুরুল ইসলাম (পুঁটি) ও আমির মিস্ত্রি, সাধারণ সম্পাদক ওজুল মিয়া, সহ-সাধারণ সম্পাদক সোহাগউজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন ও ক্যাশিয়ার একরামুল হক।

এছাড়াও ১৪ জনকে সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হয়েছে। এঁরা হলেন- আরমান আলী, আশাবুল হক আশা, মো. পিণ্টু, তুহিন আলি, মো. ফণ্টু, মো. আব্বাস, জাফর ইকবাল (দিপু), মো. জনি, মো. ইলেকশন, মো. তারাচাঁদ, মো. আকুল, মো. আবুশামা, মো. আব্বাস-২ ও মো. কলম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গার তালতলা গোরস্থান ও ঈদগাহ কমিটি গঠিত

শামীম সভাপতি ও সম্পাদক ওজুল মিয়া

আপলোড টাইম : ০৫:৫২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গোরস্থান ও ঈদগাহ কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার উপদেষ্টা মণ্ডলী ও কার্যকরী কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মণ্ডলীর নয়জন হলেন- মামুনার রশিদ, গোলাম মোস্তফা, নবীছদ্দিন, জিনারুল ইসলাম, শাহিমুন কবির (শিল্পী), ফারুক মন্ডল, পেন্টু আলি, ফারুক (খেয়াঘাটপাড়া) ও হাফি মন্ডল।

কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শামিমুজ্জামান (শামীম), সহসভাপতি জহুরুল ইসলাম (পুঁটি) ও আমির মিস্ত্রি, সাধারণ সম্পাদক ওজুল মিয়া, সহ-সাধারণ সম্পাদক সোহাগউজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন ও ক্যাশিয়ার একরামুল হক।

এছাড়াও ১৪ জনকে সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হয়েছে। এঁরা হলেন- আরমান আলী, আশাবুল হক আশা, মো. পিণ্টু, তুহিন আলি, মো. ফণ্টু, মো. আব্বাস, জাফর ইকবাল (দিপু), মো. জনি, মো. ইলেকশন, মো. তারাচাঁদ, মো. আকুল, মো. আবুশামা, মো. আব্বাস-২ ও মো. কলম।